১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরে নীলসাগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শনিবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি বিকল হয় বলে গাজীপুরের জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায়। গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্টেশন ও টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের মাঝামাঝি গিয়ে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
রেলপথ বন্ধ হওয়ায় গাজীপুরের মৌচাক স্টেশনে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও মির্জাপুর স্টেশনে ঢাকাগামী বনলতা আটকা পড়েছে।
স্টেশন মাস্টার বলেন, তারা রেলওয়ের পশ্চিমাঞ্চল (পাকশি) বিভাগে খবর দিয়েছেন। তাছাড়া মির্জাপুর স্টেশনে থেমে থাকা বনলতার ইঞ্জিন নিয়ে নীলসাগরকে উদ্ধারের প্রক্রিয়া নিয়েও তারা চিন্তা করছেন। বিকল ইঞ্জিন চালু হলে এই পথে রেল চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।
সুত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম