গুয়াতেমালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

গুয়াতেমালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

গুয়াতেমালায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অন্তত বিশজনের মতো নিহত হয়েছেন গুয়াতেমালায়। একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। শনিবার দেশটির পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জনই শিশু।

স্বেচ্ছাসেবক দমকল কর্মীরা জানিয়েছেন, গুয়াতেমালা শহর থেকে ১৫০ কিলোমিটার পূর্বের গুয়ালান পৌরসভায় ওই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় পেতেন এলাকা থেকে রাজধানীর দিকে যাত্রা করেছিল বাসটি। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনা তদন্ত করছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *