গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

পাথেয় রিপোর্ট : রাজধানীর খিলগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা যায়। দগ্ধরা হলেন- মো. দুলাল (৩০) রবিউল (৩২) হৃদয় (১৫) ও আনিসুর রহমান (৩২)।

জানা যায়, ২২ ডিসেম্বর শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে দগ্ধদের সহকর্মী সাইফুল ইসলাম জানান, তারা গোড়ান ৮ নম্বর রোডে অবস্থিত আইডিয়াল ওয়ার্কশপের শ্রমিক। দুপুরে ওয়ার্কশপে কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে চারজন দগ্ধ হয়। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধদের বার্ন ইউনিটে চিকিৎসা চলছে।

এর আগে ১৬ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ছয়জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *