গ্রেফতার সাহাবউদ্দিন মেডিকেলের এমডি

গ্রেফতার সাহাবউদ্দিন মেডিকেলের এমডি

গ্রেফতার সাহাবউদ্দিন মেডিকেলের এমডি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাকালে যখন মানুষের দুর্ভোগ চরমে তখন একদল অসাধু কারবারি নেমেছিল মানুষের গায়ের চামড়া খোলে ব্যবসা করার জন্য। শেষ পর্যন্ত র‍্যাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে। এবার গ্রেফতার হলেন গুলশানের সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলাম। করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার বনানীর একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত ১১টা ৫১ মিনিটে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, ‘হাসপাতালটির এমডি ফয়সাল আল ইসলামকে (৩৪) রাজধানীর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়’।

গ্রেফতার ফয়সাল হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবউদ্দিনের বড় ছেলে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকেলে ফয়সালসহ সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আবুল হাসনাত ও হাসপাতালটির ইনভেন্টরি কর্মকর্তা শাহরিজ কবির সাদিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা করে র‍্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *