২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

ঘুমন্ত ইয়াসমিন পুড়ে অঙ্গার বসতঘরে

ফাইল ছবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার বরুড়ায় বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মাত্র দুই মাস আগেই তার বিয়ে হয়েছিল। ঘটনার সময় তার স্বামী মসজিদে ফজরের নামাজে ছিলেন।

শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী গ্রামের আলতাফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান বরুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.আসাদুজ্জামান। নিহত ইয়াসমিন আক্তার (২১) ওই বাড়ির রেজাউল ইসলামের স্ত্রী।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৬টার ১৫ মিনিটের ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর পুড়ে যাওয়া বসতঘর থেকে ইয়াসমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে ওই গৃহবধূ পুড়ে অঙ্গার হয়ে গেছেন।

বাড়ির লোকজনের বরাত দিয়ে তিনি আরও বলেন, ঘটনার সময় তার স্বামী মসজিদে ছিলেন। তবে কীভাবে অগিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বসতঘরে বিস্ফোরিত গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com