পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়ার হারবাং এলাকায় লেগুনা ও পিকনিকের বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে আটটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া-চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক ও ইনচার্জ খোকন কান্তি রুদ্র। এ ঘটনায় ৭-৮ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর এসেছে।
সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসছিল। পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।