চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ হাজার ছুঁই ছুঁই

চট্টগ্রামে করোনা আক্রান্ত ১০ হাজার ছুঁই ছুঁই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম জেলায় করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্তের সংখ্যা অতিক্রম করেছে সাড়ে নয় হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৩ জন।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ বিষয়ে গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৬৩ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরে ১৯৬ জন এবং উপজেলায় ৬৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন।

চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১ হাজার ২৩৬টি নমুনা পরীক্ষা করে এ ফলাফল মিলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *