পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামে আরো ৩৭২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৫৯ জন এবং জেলায় ১১৩ জন। সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ৪১ জন। এ নিয়ে চট্টগ্রামে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত করোনা শনাক্ত মোট রোগী ৮৮৫২ জন।
এর মধ্যে নগরে ৬০৯৮ জন এবং জেলায় ২৭৫৪ জন। গতকাল ৪১ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১০৬৫ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ১৭৮ জন।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, মঙ্গলবার চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার ল্যাবে মোট ১৩৪৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭২ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন পাঁচজন।