চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা সাড়ে ৩ লাখ

চট্টগ্রামে ভেজাল বিরোধী অভিযান, জরিমানা সাড়ে ৩ লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চট্টগ্রামে জেলা প্রশাসনের বাজার মনিটরিং ও ভেজালবিরোধী অভিযানে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের চাক্তাই এলাকায় বেশ কয়েকটি সেমাই ও ডাল মিলে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি এবং আবাসিক ভবনের নিচতলায় চুল্লি বসিয়ে সেমাই তৈরির দায়ে ভবন মালিক মোহাম্মদ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং সেমাই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এরপর লাকী ডাল মিলে মানুষের খাবার অনুপযুক্ত ডাল ভাঙানো এবং প্যাকেট করার অভিযোগে ম্যানেজার সুজন চৌধুরীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে কামাল সওদাগরের ফ্যাক্টরিতে বসে ক্ষতিকর ক্রোমিয়াম যুক্ত ট্যানারির বর্জ্য পোল্ট্রি ফিড এবং মাছের খাদ্যের সাথে মেশানোর দায়ে ম্যানেজার আবু তালেবকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরে এসব বর্জ্য মিশ্রিত পোল্ট্রি ফিড আগামী ৩ দিনের মধ্যে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‌‘পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় যদি কেউ এসব অসাধু কার্যক্রম চালায় তাদেরকে কোন ছাড় নাই। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। যেখানেই অভিযোগ পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *