চট্টগ্রাম থেকে ইতালি সরাসরি যাত্রা শুরু

চট্টগ্রাম থেকে ইতালি সরাসরি যাত্রা শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে ৯৫০ একক রপ্তানি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে ‘সুঙ্গা চিতা’ জাহাজ। সোমবার চট্টগ্রাম বন্দরের এনসিটি-৪ জেটি থেকে জাহাজটি ইতালির সালেরনো বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। আশা করা হচ্ছে, ১৬-১৭ দিনের মধ্যে জাহাজটি মাঝপথে ট্রান্সশিপমেন্ট বন্দরে বিরতি ছাড়াই ইতালির বন্দরে পৌঁছবে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে প্রথমবার সরাসরি রপ্তানি পণ্য ইউরোপে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচল শুরুর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বক্তব্যে তিনি বলেন, এই ধরনের সার্ভিস দেশের পোশাকশিল্পের জন্য যুগান্তকারী। আমরা এরই মধ্যে জাহাজটি অগ্রাধিকার বার্থিং দিয়েছি; ভবিষ্যতেও দেব। অন্য শিপিং লাইন এই ধরনের সরাসরি সার্ভিস চালু হলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। ’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের পোশাক রপ্তানি বিশ্ববাজারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউরোপ সার্ভিস অনেক বড় ভূমিকা রাখবে। আমরা আশা করি, অন্য শিপিং লাইনগুলো নতুন সার্ভিস চালুতে এগিয়ে আসবে। ’

জাহাজ পরিচালনাকারী কম্পানির দেশীয় এজেন্ট রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকসের চেয়ারম্যান মোহাম্মদ রাশেদ বলেন, ‘জাহাজটি সোমবার ২টা ৫৫ মিনিটে চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করে। এই সার্ভিসে নিজস্ব ক্রেতাদের বাইরের অনেক ক্রেতার কাছ থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে। এই সার্ভিস সফলভাবে যাত্রার জন্য চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান, বন্দর কর্তৃপক্ষ এবং গার্মেন্ট মালিক, বিদেশি ক্রেতাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।’

অনুষ্ঠানে শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ, রিফ লাইন প্রধান নির্বাহী তানভীর হোসেনসহ বন্দর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-ইতালি রুটে দুটি জাহাজ দিয়ে সরাসরি এই সার্ভিস শুরু হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ৭ একক আমদানি কনটেইনারসহ প্রায় এক হাজার একক খালি কনটেইনার নিয়ে ইতালি থেকে ১৯ দিনে ‘সুঙ্গা চিতা’ জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *