২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু হয়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের অন্যতম ইসলামী মহাসম্মেলন চরমোনাই বার্ষিক মাহফিল শুরু হয়েছে। ২৮ নভেম্বর (সোমবার) সকাল ৮টায় আখেরী মোনাজাতের মাধ্যমে তা সমাপ্ত হবে।

শুক্রবার (২৫ নভেম্বর) জুমার পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হয়।

সপ্তাহের শুরু থেকেই সারাদেশ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয় মাহফিলে। মাঠ কানায় কানায় ভরে উঠেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাহফিলের শৃঙ্খলার দায়িত্ব পালন করবে ‘বাংলাদেশ মুজাহিদ কমিটি’র তত্ত্বাবধানে সহস্রাধিক স্বেচ্ছাসেবক। তাদের নিরাপত্তা, শৃঙ্খলা ও খিদমতের দায়িত্ব আলাদাভাবে বন্টন করে দেয়া হয়েছে।

মাহফিলে আগত মুসল্লিদের চিকিৎসার জন্য অভিজ্ঞ চিকিৎসক টিমের মাধ্যমে মাহফিল হাসপাতালের কার্যক্রম সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। সার্বক্ষণিক ৩টি এ্যাম্বুলেন্স রাখা হবে মাহফিল হাসপাতালে।

মাহফিলে মূল ৭টি বয়ান করবেন যথাক্রমে মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

এছাড়াও মাহফিলের ৩ দিন ধারাবাহিকভাবে দেশ ও বিদেশের বরেণ্য ওলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন। আগামীকাল উদ্বোধনী বয়ানে বরিশালের প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com