২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

চার ডিআইজিসহ ৫ পুলিশ কর্মকর্তাকে বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পুলিশের চার ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে (অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তাদের মধ্যে-পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মো. আনিসুর রহমানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, পুলিশ সদরদপ্তরের ডিআইজি কুসুম দেওয়ানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, রাজশাহী সারদা পুলিশ একাডেমির ভাইস প্রিন্সিপ্যাল (ডিআইজি) মো. আজাদ মিয়াকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com