২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চালু হয়েছে মেট্রো রেলের পল্লবী স্টেশন। আজ বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালু হয়েছে। এতদিন মেট্রো রেল এই দুই স্টেশনের মধ্যে সরাসরি চলাচল করত। বুধবার থেকে মিরপুরের পল্লবী স্টেশনেও থামবে এই ট্রেন। একইসঙ্গে মেট্রো রেলের চলাচলের সময়েরও পরিবর্তন আসতে যাচ্ছে।
গত ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রো রেল প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৪ ঘণ্টা বিরতিহীনভাবে চলাচল করত। তবে এই শিডিউলকে আরো ৩০ মিনিট পেছানো হয়েছে।
আজ সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রো রেল। সবশেষ যাত্রীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রো রেলের স্টেশনে প্রবেশ করে টিকিট কাটতে পারবেন।