চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ, দেখতে আসছেন স্বজনেরা

চিকিৎসকদের পর্যবেক্ষণে রানি এলিজাবেথ, দেখতে আসছেন স্বজনেরা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (৯৬) স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার চিকিৎসকেরা। তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে।

রানি এলিজাবেথকে দেখতে ইতোমধ্যে রাজপরিবারের সদস্যরা স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের উদ্দেশে যাত্রা শুরু করেছেন তার স্বজনেরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানি এলিজাবেথের ছেলের প্রিন্স চার্লস এরইমধ্যে স্কটল্যান্ডে পৌঁছেছেন। তিনি এখন রানির সঙ্গেই আছেন।

ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও তার স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগানও স্কটল্যান্ডে যাচ্ছেন।

এর আগে একটি বিবৃতিতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে বলা হয়, আজ সকালে স্বাস্থ্য পরীক্ষার পরে রানিকে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *