পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাস কোনো না কোনো রূপে চিরকালই থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা।
স্যার মার্ক ওয়ালপোর্ট নামের ব্রিটিশ সরকারের ওই শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে জানান, করোনা থেকে রক্ষা পেতে মানুষকে নিয়মিত বিরতিতে ভ্যাকসিন নিতে হবে। গুটি বসন্ত যেমন টিকার মাধ্যমে চিরতে নির্মূল করা সম্ভব হয়েছিলো করোনার ক্ষেত্রে তেমনটি হবে না বলে মনে করেন তিনি।
সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন দুই বছরের মধ্যেই শেষ হবে করোনা মহামারির। তার এমন মন্তব্যের পরই স্যার মার্ক ওয়ালপোর্ট করোনা নিয়ে এমন শঙ্কা প্রকাশ করলেন।
ইউরোপে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি বিভিন্ন দেশে আবারো এর প্রকোপ বেড়েছে। স্যার মার্ক সতর্ক করে বলেন, ঘনবসতি এবং ভ্রমণ করলেই ছড়াতে পারে এই ভাইরাস। করোনাভাইরাস আবারো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ লকডাউনের চিন্তার পরিবর্তে বিকল্প উপায় বের করার পরামর্শ দেন এই বিজ্ঞানী।