২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

চীনের পশ্চিমাঞ্চলে আকস্মিক বন্যায় ১৬ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কিংহাইতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বৃহস্পতিবার ১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ৩৬ জন । এই বন্যায় ৬ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, বুধবার গভীর রাতে কিংহাই প্রদেশের প্রায় ৪ লাখ জনসংখ্যার দাতং হুই এবং তু স্বায়ত্তশাসিত কাউন্টিতে ভারী এবং আকস্মিক বর্ষণ শুরু হয়েছিল। যার ফলে বন্যা এবং ভূমিধসের সূত্রপাত হয়েছে। নদীগুলো গতিপথ পরিবর্তন করে গ্রাম ও শহর প্লাবিত করেছে।

স্থানীয় সরকার ২ হাজার জনের একটি উদ্ধারকারী দল এবং ত্রাণকার্য পরিচালনার জন্য ১৬০ টিরও বেশি যানবাহন পাঠিয়েছে।

উল্লেখ্য গত জুন থেকে, চীন তাপপ্রবাহ ও বন্যা মত চরম আবহাওয়ার সাথে লড়াই করছে। এর জন্য অবশ্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছে চীনা সরকার।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com