পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুইঝু প্রদেশে নদীতে একটি যাত্রীবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরো তিনজন। স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এ কথা জানায়।
সম্প্রতি লিউপানশুই নগরীর জাংকি নদীতে এ দুর্ঘটনা ঘটে। ধারণ ক্ষমতা ৪০ জন হলেও দুর্ঘটনার সময় জাহাজটি যাত্রীতে ঠাসা ছিল।
দুর্ঘটনাস্থলে ২১৪ জনেরও বেশি উদ্ধারকর্মী এবং ৫০টি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া পানির নিচে রোবট পাঠিয়েও উদ্ধার কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।