চীনে পাস হলো ‘তিন সন্তান’ নীতির আইন

চীনে পাস হলো ‘তিন সন্তান’ নীতির আইন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অবশেষে ‘তিন সন্তান’ নীতির আইন পাস করলো চীন সরকার। শুক্রবার (২০ আগস্ট) চীনের কেন্দ্রীয় পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বৈঠকে দেশটির শীর্ষ আইন প্রণেতাদের সম্পত্তিতে এ আইন পাস হয়।

জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে চীনে গত শতকের সত্তরের দশকে এক সন্তান আইন চালু করেছিল। এই আইনের আওতায় কোনো দম্পতি যদি একটির বেশি সন্তান নিতেন, তাহলে ওই দম্পতিকে আর্থিক জরিমানাসহ বিভিন্ন হয়রানিতে পড়তে হতো। এর ফলে একসময় দেশটির জন্মহারে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়া শুরু করে।

পরবর্তীতে ২০১৬ সালে দুই সন্তান নীতি চালু করে চীন। কিন্তু আইন পরিবর্তন করা হলেও নিম্নমুখী জন্মহারের রেখচিত্র কাঙ্খিতমাত্রায় ঊর্ধ্বমুখী করা যায়নি।

ফলে আবারও আইন পরিবর্তন করার প্রয়োজন অনুভব করে চীন সরকার। সে লক্ষ্যে চলতি বছর মে মাস থেকে তিন সন্তান নীতি চালুর আলোচনা শুরু হয়েছিল চীনে। অবশেষে শুক্রবার (২০ আগস্ট) সেটি আইনে পরিণত হলো।

সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *