চীন অভিমুখে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন

চীন অভিমুখে ধেয়ে আসছে ভয়ঙ্কর টাইফুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বন্যায় ভয়াবহ বিপর্যয়ের কয়েকদিন পর এবার চীন অভিমুখে ছুটে আসছে ভয়ঙ্কর এক টাইফুন। ‘ইন-ফা’ নামের টাইফুনটি আগামীকাল রোববার (২৪ জুলাই) দেশটির সাংহাই উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ দেওয়া হয়েছে। ঘরের ভেতরে থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। প্রবল বাতাস ও সমুদ্র উত্তাল হওয়ার সঙ্গে বন্যারও শঙ্কা করা হচ্ছে। সাংহাইয়ের ব্যস্ত বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে শত শত জাহাজ ও নৌযান।

টাইফুন ইন-ফার কারণে আগামী অন্তত কয়েকদিনে বন্যাকবলিত ওই অঞ্চলে আরও ভারী বৃষ্টির শঙ্কা করা হচ্ছে। সরকারি কর্মকর্তাদের আশঙ্কা, এতে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি স্বাভাবিক করার যে প্রচেষ্টা তা মারাত্মকভাবে ব্যাহত হবে।

শনিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে চীনের জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার সবশেষ জানিয়েছে, ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতিতে তাইওয়ান থেকে চীনের উপকূলের দিকে ধেঁয়ে আসছে টাইফুন ইন-ফা। রোববার যে কোনো সময় যা চীনের উপকূলে আঘাত হানতে পারে।

সবশেষ আবহাওয়া বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়ে বলেছেন, চীনের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার আগ পর্যন্ত টাইফুনের আরও শক্তিশালী হওয়ার শঙ্কা নেই। আছড়ে পড়ার পর বন্যা ও ভূমিধস হতে পরে। আর এ সময় এর গতি সর্বোচ্চ ১৯৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

চীনের জাতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, টাইফুন ইন-ফার প্রভাবে রোববার থেকে দীর্ঘ সময় ধরে ভারি বৃষ্টিপাত হতে পারে। ভারি বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস আর উত্তাল ঢেউ সামাল দিতে কর্তৃপক্ষসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *