চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, ফসল নিয়ে শঙ্কা

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, ফসল নিয়ে শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চুয়াডাঙ্গায় হিম শীতল বাতাস ও ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীত। দিনের বেলায় মিলছে সূর্যের দেখা, ছড়াচ্ছে উষ্ণতাও। তবে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কুয়াশায় মোড়ানো থাকছে চারপাশ। বাড়ছে শীত।

এই কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তারা বলছেন, এখন মাঠে ধানের বীজতলা তৈরির কাজ চলছে। এছাড়া আলু, ভুট্টাসহ অন্যান্য ফসলও চাষ হচ্ছে। কিন্তু কুয়াশার কারণে সেসব ফসলের ক্ষতি হচ্ছে।

সদর উপজেলার হাতিকাটা গ্রামের চাষি মহিবুল আলম বলেন, রাতে ফসলে কুয়াশা পড়ছে। ভোরে মাঠে গিয়ে সেসব কুয়াশা সরিয়ে দিতে হয়। এছাড়া আলু ক্ষেতে পলিথিন দিয়ে কুয়াশা রোধ করতে হচ্ছে। এজন্য উৎপাদন খরচ বাড়ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দুদিন তাপমাত্রা ১৩ ডিগ্রির উপরে ছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, চুয়াডাঙ্গায় কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এজন্য তাপমাত্রা কিছুটা সহনীয়। এ কুয়াশা কেটে গেলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *