২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

চেক ডিজঅনার মামলা : রায় স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ ১ ডিসেম্বর, বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে ব্র্যাক ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মহোম্মদ (এএম) আমিন উদ্দিন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।

গত ২৩ নভেম্বর কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ঋণ আদায়ে শুধুমাত্র অর্থঋণ আদালতে মামলা করতে পারবে। এক ব্যক্তির বিরুদ্ধে করা ব্র্যাক ব্যাংকের মামলার পরিপ্রেক্ষিতে এ রায় দিয়েছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের সেই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে ব্র্যাক ব্যাংক। আজ সেই আবেদনের শুনানি হলো।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com