চেন্নাই রুটে ফ্লাইট চালু করবে বিমান

চেন্নাই রুটে ফ্লাইট চালু করবে বিমান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ভারতের চেন্নাই-এ ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ১৬ ডিসেম্বর ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিমান। এই রুটে প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করা হবে।

জানা গেছে, ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ১৬২ আসনের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে। শনি, সোম ও বৃহস্পতিবার এই ‍রুটে ফ্লাইট চলবে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. শফিউল আজিম সাংবাদিকদের জানান, ভারতে চিকিৎসার জন্য অনেকেই যান। চেন্নাই রুটে যাত্রী চাহিদা রয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট শুরু করা হবে। আগামীতে আরও নতুন কিছু রুট বাড়ানোর পরিকল্পনা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *