পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হঠাৎ সকালে ঘুম থেকে জেগে দেখা গেল চোখ দুটো লাল। এমন সমস্যায় অনেকেই ভোগেন। চোখ লাল হওয়ার অনেক কারণ রয়েছে। খুব ঘন ঘন চোখ লাল হলে ও দীর্ঘ সময় লাল থাকলে অবহেলা না করে অবশ্যই চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
কারণ
- যাঁদের হাঁপানির সমস্যা থাকে, তাঁদের হাঁপানি বেড়ে গেলে চোখ লাল হয়।
- অতিরিক্ত ধুলাবালুর মধ্যে থাকার কারণে অ্যালার্জির জন্যও চোখ লাল হতে পারে।
- অনেক সময় প্রদাহ হলে চোখ লাল হয়। চোখের প্রেশার বাড়া বা গ্লুকোমার কারণেও লাল হতে পারে।
- চোখে কোনো আঘাত লাগলে বা কিছু পড়লে চোখ লাল হতে পারে।
- যাঁরা কনটাক্ট লেন্স ব্যবহার করেন, তাঁদের লেন্সের মেয়াদ পার হয়ে গেলে সমস্যা হতে পারে। কনটাক্ট লেন্স লাগালে কিছু প্রতিক্রিয়া হয়, এতেও চোখ লাল হতে পারে।
- চোখের নিম্নমানের প্রসাধনীও চোখ লাল করে। এমনকি কোনো আইড্রপ ব্যবহার করার জন্যও চোখ লাল হতে পারে।
- ঋতু পরিবর্তনের সময় অনেকেরই অ্যালার্জির কারণে চোখ লাল দেখায়।
- বয়ঃসন্ধিকালে অনেক সময় সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করার জন্য কিশোর-কিশোরীদের চোখ লাল হয়ে পড়ে।
- দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনের সামনে থাকার কারণেও চোখ লাল হতে পারে।
কী করবেন
- চোখ লাল হলে নিজে থেকে কোনো আইড্রপ ব্যবহার করবেন না।
- কোনো রকম অস্বস্তি হলে সরাসরি চোখে পানির ঝাপটা দেবেন না। বরং যদি চোখ খুব চুলকায়, শুকনো লাগে, জ্বালা করে তাহলে চটজলদি আরাম পেতে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার রুমাল ভিজিয়ে তা চোখের ওপর দিয়ে রাখুন।
- একনাগাড়ে অনেকক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করতে হলে আধা ঘণ্টা অন্তর বিরতি নেওয়ার চেষ্টা করুন।
- কিছু খাবার খেলে চোখে অ্যালার্জির সমস্যায় চোখ লাল হয়। যেমন হাঁসের ডিম, ইলিশ মাছ, গরুর মাংস। এসব খাবার কম খাওয়ার চেষ্টা করা উচিত।
চিকিৎসা
- প্রাথমিকভাবে চোখ লাল হলে অ্যান্টি-অ্যালার্জিক বা লুব্রিকেটিক আইড্রপ দেওয়া হয়। ক্রনিক অ্যালার্জিক রোগীদের ইমিউনোমডিউলেটর আইড্রপ দেওয়া হয়, যা স্টেরয়েড আইড্রপের মতো কাজ করে।
- যে নির্দিষ্ট রোগের জন্য চোখ লাল হচ্ছে, তা নির্ধারণ করতে প্রয়োজনীয় পরীক্ষা করা উচিত।
- অবহেলা না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।