ক্রীড়া ডেস্ক : বিশ্ব ক্রিকেটে পরাশক্তি দলগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। কিন্তু বড় কোনো টুর্নামেন্টে তারকা সমৃদ্ধ দল নিয়েও বার বার হোঁচট খায় তারা। তবে এবার প্রোটিয়াদের হয়ে চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জয়ের জয়ের জন্য এবি ডি ভিলিয়ার্স বেপরোয়া রয়েছেন বলে জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটার মাইক হাসি। বর্তমান সময়ে ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটসম্যানদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স অন্যতম। বিশ্বকাপ সহ আগের আসরগুলোতে ব্যর্থ হলেও এবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য তিনি আগ্রহী রয়েছেন বলে জানান অসি তারকা হাসি।
টেস্ট ক্রিকেট থেকে এখনও বিদায় নেননি ডি ভিলিয়ার্স। ওয়ানডেতেও দেশের হয়ে ২০১৯ বিশ্বকাপ খেলার ইচ্ছা রয়েছে তার। প্রোটিয়া তারকা প্রসঙ্গে মাইক হাসি বলেন, ‘আইপিএলে আমি তার সঙ্গে ছিলাম। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে টুর্নামেন্ট জয়ের জন্য বেপরোয়া রয়েছে সে। তার বিশ্বকাপ জয়ের স্বপ্ন রয়েছে। এটা (চ্যাম্পিয়নস ট্রফি) ছোট বিশ্বকাপের মতো।
ক্যারিয়ারে এটা জিততে সে মরিয়া হয়ে আছে।’ ডি ভিলিয়ার্সের প্রশংসা করে হাসি আরও বলেন, ‘ডিবির মতো মানসম্মত, অনুপ্রেরণাদায়ক ও ব্যক্তিগতসম্পন্ন খেলোয়াড় যে কোনো দলে থাকলে তা সত্যিই প্রতিপক্ষের জন্য ভয়াবহ হয়।’