২৮শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা নোয়াখালীর বসুরহাটে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হয়েছেন। ১০ হাজার ৭৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেয়র কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। এ ছাড়াও জামায়াতের প্রার্থী মোবাইল প্রতীকে পেয়েছেন এক হাজার ৪৫১ ভোট।
এই বিজয়ে তাঁর বড় ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন।
শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আবদুল কাদের মির্জা রুপালী চত্বরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ বিজয় জনতার, এ জয় শেখ হাসিনার জয়। আওয়ামী লীগের উন্নয়নের জয়, এবং ওবায়দুল কাদেরের জয়।’
এর আগে ওবায়দুল কাদের বলেছেন, দেশের ভোটের সংস্কৃতি নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে নোয়াখালীর বসুরহাট পৌরসভার ভোটাররা। বিকেলে তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
/এএ