৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসে নিয়মিত ইফতার পার্টির আয়োজন করে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইফতার পার্টি না করে গরীবদের খাবার বিতরণ করা হচ্ছে।
সোমবার (১৭ এপ্রিল) মিরপুরের একাডেমি মাঠে খাবার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
ইফতার বিতরণ কর্মসূচীর উদ্বোধনের পর সংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। পাপন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যদিও দলের জন্য বলেছে, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের জন্য। উনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় ইফতার পার্টি করে লাখ লাখ টাকা খরচ না করে এটা যদি গরীবদের মাঝে বিতরণ করা যায়। এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। উনার এই নির্দেশ ক্রমে আমরা আসলে আজকে শুরু করেছি।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘এখানে যেটা দেখেছেন, এখানকার যারা স্টাফ আছে বিশেষ করে গ্রাউন্ডস ম্যান, সিকিউরিটি, ক্লিনারস এদেরকে প্রতীকী হিসেবে এখানে দিলাম। সঙ্গে সঙ্গে বস্তিতে চলে গেছে আজকে, এখানকার মাদরাসা আছে, ঢাকার বাইরেও কয়েকটা ভেন্যুতে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখন এটা বিতরণ শুরু হয়ে যাবে। এই মুহূর্তে আমরা ছয় হাজার পরিবারের জন্য প্যাক করার পরিকল্পনা করেছি।’