২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৭শে শাবান, ১৪৪৪ হিজরি

জকিগঞ্জে ৭ দিন ধরে মাদরাসাছাত্র নিখোঁজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে ছাঈদ আহমদ (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থী সাত দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ২৬ অক্টোবর সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় সে। ছাঈদ উপজেলার মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে।

জানা গেছে, ছাঈদ উপজেলার কালিগঞ্জ জামেয়া ইসলামিয়া এতিমখানা মাদরাসার হিফজ শাখার শিক্ষার্থী ছিল।

গত ২৫ অক্টোবর মঙ্গলবার মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায় সে। পরদিন বুধবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে মাদরাসার উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু পরে ছাঈদ মাদরাসায় যায়নি বলে জানান শিক্ষকরা। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৯ অক্টোবর জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজ ছাঈদের বাবা কবির আহমদ জানান, ছাঈদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে খয়েরি রংয়ের পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি ছিল।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) উজায়ের আল মাহমুদ বলেন, নিখোঁজ মাদরাসাছাত্রের পরিবারের জিডির পর নিখোঁজ কিশোরের সন্ধানে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com