১লা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৮ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ৯ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নতুন জঙ্গি সংগঠন জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
রবিবার (৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন। তবে প্রাথমিকভাবে গ্রেপ্তারের বিস্তারিত নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
ডিসি জানান, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির দুর্গম পার্বত্য এলাকা থেকে জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীকে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে সিটিটিসি।
আজ সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।