জনসভার আগে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

জনসভার আগে সিলেটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পাথেয় রিপোর্ট : হযরত শাহজালাল (রহ.), হযরত শাহ পরান (রহ.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

নির্বাচনী সফরের দ্বিতীয় পর্যায়ে শনিবার (২২ ডিসেম্বর) সকালে দিনব্যাপী সফরে এই বিভাগীয় শহরে এসে শেখ হাসিনা প্রথমে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে শনিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৪৭ মিনিটে বিজি-১২১১ ফ্লাইটযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে। সকাল ১১টা ৫২ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করে বেরিয়ে প্রধানমন্ত্রী শাহপরান (র.) মাজার জিয়ারতে যান।

তিনি এখানে কিছুসময় অবস্থান করে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে নগরীর অদূরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (রহ.) এবং হযরত গাজী বোরহানউদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানেও কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহিদ এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এবং মেসবাহউদ্দিন সিরাজ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হুসেইনসহ সিলেট মহানগর এবং জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, বৃহত্তর সিলেটের সকল সংসদ সদস্য প্রার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন।

এই তিনটি মাজার জিয়ারতে যাবার সময় রাস্তায় দু’ধারে দণ্ডায়মান হাজার হাজার জনতা প্রধানমন্ত্রীকে স্লোগান এবং করতালির মাধ্যমে শুভেচ্ছা জানান। আওয়ামী লীগ সভাপতি দুপুর আড়াইটার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে এক নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন।

সেখান থেকে তিনি সরাসরি শাহজালাল (র.) মাজারে যান জিয়ারত করতে। সকাল ১১টা ৫২ মিনিটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত করে বেরিয়ে প্রধানমন্ত্রী শাহপরান (র.) মাজার জিয়ারতে যান।

দলীয় সূত্র জানায়, সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজের পর বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। সমাবেশ শেষে বিকেল সাড়ে ৪টার ফ্লাইটে তিনি ঢাকায় ফিরবেন তিনি।

শেখ হাসিনার এই জনসভাকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুসারেই মঞ্চের আকার ঠিক করা হয়েছে। জনসভার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, জাতির জনকের কন্যার সিলেট সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় জনতার ঢল নামবে। তার এই সফরে পুরো সিলেট বিভাগে নৌকা প্রতীকের পক্ষে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে। আমরা পুরোপুরি প্রস্তত এই জনসভার জন্য। সে অনুযায়ীই সবরকম প্রস্ততি সারা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *