৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতশাসিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তাদের উধমপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (০৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিন ধরে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ভারতীয় সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাজৌরির কান্দি বন এলাকায় সেনাবাহিনীর সদস্যরা যখন তল্লাশি চালাচ্ছিল তখনই বিস্ফোরণ ঘটে।
সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকার গুহায় একদল সন্ত্রাসীর অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছিল তারা।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, গত ২০ এপ্রিল ভাটা ধুরিয়ান এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাকে হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় পাঁচ সেনা নিহত হয় এবং সন্ত্রাসীরা নিহত সেনাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।
হামলাকারীদের সন্ধান পেতে ও তাদের নির্মূল করতেই চলছে গোয়েন্দাভিত্তিক এই অভিযান। এর আগে বৃহস্পতিবার (০৪ মে) কাশ্মীরের বারামুলা জেলায় একইভাবে গোলাগুলির ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় দুই বিচ্ছিন্নতাবাদীর।
সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করতে বলা হয়েছে।