জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেপ্তার: ডিএমপি

জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেপ্তার: ডিএমপি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামীকাল (১ জুলাই) থেকে জারি করা সরকারি বিধিনিষেধের সময় অকারণে ঘর থেকে বের হলে তাকে গ্রেফতার করে মামলা দেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ – ডিএমপি।

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকার পুলিশ কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে প্রথম দিনে ৫০০০ মামলা ও গ্রেপ্তার করতে হচ্ছে, আমরা তাও করব।”

তিনি বলেন, “কেউ বিধি-নিষেধ ভঙ্গ করলে দণ্ডবিধির ২৬৯ ধারা অনুযায়ী মামলা করা হবে। সংগত কারণ দেখাতে না পারলে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলা হবে। এর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতেও সাজা দেওয়া হবে। রাস্তায় কোনো ব্যক্তিগত যানবাহনও চলবে না। শুধু রিকশা চলতে পারবে।”

আরও পড়ুনঃ সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারিঃ মাঠে থাকবে সেনাবাহিনী

ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘হার্ডলাইনে’ থাকবে। পুলিশ শক্ত অবস্থানে থাকবে বলেই আপনারা নিরাপদে থাকবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকার ঘোষিত জরুরি সেবার যানবাহনও বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

চিকিৎসা এবং ব্যাংকিংয়ের মতো সেবায় যারা জড়িত তাদের সরকারি যানবাহন থাকলে সেটি তারা ব্যবহার করতে পারবেন, না থাকলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করবেন। প্রয়োজনে পরিচয়পত্র প্রদর্শন করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *