আন্তর্জাতিক ডেস্ক ● জর্ডানে শনিবার ভোরে ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে একদিনে এটা সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।
তথ্য মন্ত্রী মাহমুদ আল-মোমানী সরকারি বার্তা সংস্থা পেত্রাকে বলেন, এদের মধ্যে ১০ জনকে সন্ত্রাসবাদের এবং পাঁচজনকে ধর্ষণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাজধানী আম্মানের দক্ষিণে সুয়াগা কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা সকলে জর্ডানের নাগরিক।