জাতীয় বেফাক সব শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষা নেবে

জাতীয় বেফাক সব শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষা নেবে

জাতীয় বেফাক সব শ্রেণির কেন্দ্রীয় পরীক্ষা নেবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ড তথা বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের সব জামায়াতের কেন্দ্রীয় পরীক্ষা গ্রহণের ঘোষণা দেয়া হয়েছে। সানাবিয়া, মুতাওয়াসসিতাহ, ইবতিদাইয়্যাহ মারহালার কেন্দ্রীয় পরীক্ষা খুব শিগগিরই নেওয়া হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বোর্ডের সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাদানিয়ার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ছাত্রদের ভবিষ্যতের বিষয়ে চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভবিষ্যতে যে কোনো দিন তাদের ফযিলত মারহালার সনদের প্রয়োজন হতে পারে। তাই কষ্ট হলেও আমরা পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি জানান, মাদরাসা খোলার অনুমতি দেওয়ায় আমরা মাননীয় সরকার প্রধান ও যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

এর আগে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবাের্ডের এক বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর দেশের সকল কওমি মাদরাসা খুলে দেয়ার জন্য আবেদন করে। এ আবেদনের প্রেক্ষিতে সার্বিক অবস্থা পর্যালােচনা করে সরকার বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এক্ষেত্রে কতৃপক্ষকে স্বাস্থ্য অধিদপ্তর জারিকৃত স্বাস্থ্যবিধি আবশ্যিকভাবে অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

এদিকে সরকারি প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে কওমি মাদরাসা খোলার সিদ্ধান্ত নেয় কওমি মাদরাসার বোর্ডগুলো। গত বুধবার কওমি মাদরাসা খোলার বিষয়ে এ প্রজ্ঞাপন জারি করে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *