পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপানের নিকটবর্তী রাশিয়ার সাখালিন দ্বীপের পশ্চিম উপকূলের কিছু অংশ এবং মূল ভূখণ্ডের প্রিমর্স্ক এবং খাবারভস্ক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ( ১ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাতে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
সোমবার মধ্য জাপানে ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। একইসঙ্গে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
জাপানে সুনামি সতর্কতার জারির পরই দেশটির নিকটবর্তী রাশিয়ার ওইসব অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রিমর্স্ক অঞ্চলের বন্দর শহর ভ্লাদিভোস্টকের কর্তৃপক্ষের বরাত দিয়ে তাস জানিয়েছে, স্থানীয় অঞ্চলের সমুদ্রে চলাচলকালী সবাইকে ‘জরুরীভাবে তীরে ফিরে আসার’ জন্য বলা হয়েছে।
তবে সুনামিটি জীবনের জন্য হুমকিস্বরূপ হবে না বলে জানিয়েছেন সাখালিন এবং খাবারভস্ক অঞ্চলের কর্তৃপক্ষ।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, সাখালিনের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে—আগের প্রতিবেদনগুলোতে প্রকাশ করা এমন তথ্যগুলো অস্বীকার করেছে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়গুলো।