১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি

জাপানে বার্ড ফ্লুতে মারা গেছে লাখো হাঁস-মুরগি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাপানে বার্ড ফ্লুতে রেকর্ডসংখ্যক পাখি ও হাঁস-মুরগি মারা গেছে। এত বড় ক্ষতির সঙ্গে এবার এগুলোকে মাটিচাপা দেওয়ার পর্যাপ্ত স্থান পাওয়া যাচ্ছে না।

দেশটিতে অক্টোবর থেকে এ পর্যন্ত ১ কোটি ৭০ লাখ পাখি এবং মুরগি মারা গেছে। এতেই ডিমের দাম বেড়ে হয়েছে আকাশছোঁয়া। বাধ্য হয়ে কিছু রেস্তোরাঁ তাদের খাবারের তালিকা থেকে ডিম দিয়ে তৈরি খাবার বিক্রি বন্ধ করে দিয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া রোধে হাঁস-মুরগি হত্যা করে মাটিচাপা দিতে বাধ্য হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ও খামারমালিকেরা।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়, জমির ঘাটতির কারণে মৃত হাস-মুরগিকে চাপা দেওয়া যাচ্ছে না। ২৬টি অঞ্চল এবং প্রদেশের মধ্যে ১৬টিতেই পাখিদের মাটিচাপা দেওয়ার জন্য পর্যাপ্ত জমির অভাব রয়েছে। বার্ড ফ্লুর বিরুদ্ধে লড়াই করছে জাপান। এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার শতভাগ। আক্রান্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই মারা যায় পাখি ও হাঁস-মুরগি।

চলতি বছরে ভাইরাসটির প্রাদুর্ভাব ব্যাপক হয়েছে, যার প্রভাবে বিশ্বব্যাপী পোলট্রি শিল্প ও ডিমের সরবরাহ ধ্বংস হওয়ার দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রে গত বছর এই ভাইরাসে ৫ কোটি ৮৬ লাখ পাখি মারা যায়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com