২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে আজ সকালে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তিনি জাপানে দ্বিপাক্ষিক সফর করবেন। এরপর যুক্তরাষ্ট্রে যাবেন বিশ্বব্যাংকের একটি অনুষ্ঠানে যোগ দিতে। তারপর যুক্তরাজ্যে যাবেন রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ সময় সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাপান সফরে দেশটির সঙ্গে প্রতিরক্ষাসহ ৮টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর দ্বিপাক্ষিক নয়।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com