৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর খিলগাঁও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের ১৪৪৪-৪৫ হিজরী শিক্ষাবর্ষের ইফতেতাহি দারস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ মে) জামিআ ইকরা বাংলাদেশের রঈস ও কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতীব মাওলানা আরীফ উদ্দীন মারুফ এ বরকতময় ইফতেতাহ করেন।
তিনি বলেন, ইলম আল্লাহ তাআলার সিফাত। তিনিই মহা ইলমের অধিকারী। তাই তাঁর এই সিফাত হাসিল করা নির্ভর করে তাঁর দেওয়া তাওফীকের উপর। আর তিনি আমাদেরকে এই তাওফীক দান করেছেন বলেই আমরা এখানে আসতে পেরেছি। তাঁর তাওফীক না হলে এখানে আসা সম্ভব হতো না। এখন আমাদের দায়িত্ব, এই তাওফীককে ধরে রাখা। পৃথিবীর যাবতীয় অপ্রয়োজনীয় সবকিছু থেকে নিজেকে দূরে রেখে প্রতিষ্ঠানের প্রতিটি আইন-কানুন যথাযথভাবে মেনে চলে ইলম হাসিলের জন্য পরিপূর্ণ চেষ্টা করা।
অনুষ্ঠানে ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন জামিআর সিনিয়র মুহাদ্দিস ও বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমি, জামিআ ইকরার সিনিয়র মুহাদ্দিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না, মুফতি সাইফুল ইসলাম, মুফতি হামিদুর রহমান, মুফতি মুহাম্মদুল্লাহ ইয়াহইয়া, মুফতি আমিনুর রহমান কাসেমী, মুফতি রিয়াজুল ইসলাম, মুফতি মাহমুদুন নবী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওলী উল্লাহ, মুফতি আবু সালেহ যাকারিয়া, মুফতি মুহাইমিনুল জান্নাহসহ জামিআ ইকরা বাংলাদেশের শিক্ষক।