পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইমাম বুখারী চয়িত আস সহীহ আল মুখতসার এর চিরচেনা সেই আখেরী হাদীস ‘কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান…’ এর সুর আজ অনুরণিত হবে জামিআ ইকরার বুখারীর মসনদে। শেষ হাদীসের পাঠ প্রদান ও আখেরী মুনাজাত করবেন বাংলাদেশ প্রবীণতম শাইখুস সাহিহ আল বুখারী, জামিআ ইকরা বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও শাইখ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুম।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ইকরা ঝিল মসজিদে এই মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
সকল শুভানুধ্যায়ীকে এই পুন্যময় মাহফিলে আমন্ত্রণ জানিয়েছেন জামিআ ইকরা বাংলাদেশ এর রঈস, শাইখুল হাদীস আল্লামা আরীফ উদ্দীন মারুফ।