জামি’আ ইকরায় দরস দেবেন মুফতি মনছুরপুরী ও আব্দুল্লাহ মারুফী

জামি’আ ইকরায় দরস দেবেন মুফতি মনছুরপুরী ও আব্দুল্লাহ মারুফী

শফিকুল ইসলাম ● প্রতি বছরের ন্যায় এবার ও জামি’আ ইকরায় দরস প্রদানের অংশ হিসেবে আগামী পনের ডিসেম্বর শুক্রবার ঢাকা আসছেন ভারতের দুই প্রতিথযসা আলেমেদ্বীন আল্লামা সালমান মনসুরপুরী ও আল্লামা আব্দুল্লাহ মারুফী । জামি’আ ইকরার মহাপরিচালক ও শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ এর আহ্বানে বিগত বছরের মত এবারও শুক্রবার বাদ মাগরিব দারুল ইফতার তামরীন ও নসীহতমুলক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন সাইয়্যেদ সালমান মানসুপুরী।ষোল ডিসেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহ বুখারী শরীফের দরস দিবেন আল্লামা আব্দুল্লাহ মারুফী ।

জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা আরীফ উদ্দীন মারুফের কাছে অন্য মাদরাসা শিক্ষার্থীরা দরসে বসতে পরবে কিনা জানতে চাইলে তিনি বলেন,  দরসে দারুল ইফতা ও তাকমীল জামাতের শিক্ষার্থীরা বসতে পারবে।দরস উন্মুক্ত থাকবে। আগেও অন্য অনেক মাদরাসার তালেবুল ইলম দরসে বসেছে।

বিস্তারিত জানতে নিম্নের নাম্বারে যোগাযোগ করতে মাদরাসাকর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন ।
০১৭১৫৮১০৬৫৩
০১৯৫৭৪৪ ৫০২০

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *