৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের ১৪৪৪-৪৫ হিজরি শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বাদ ফজর থেকেই ভর্তিচ্ছুক ছাত্রদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে জামিআ ইকরা প্রাঙ্গন।
এদিকে নতুন শিক্ষাবর্ষকে সামনে রেখে ভর্তি কার্যক্রমসহ নানা ব্যস্ততায় সময় কাটাচ্ছেন জামিআ ইকরার আসাতিযায়ে কেরামগণ। প্রিয় ছাত্রদের আবারও কাছে পেয়ে আনন্দিত তাঁরা।
জামিআর ভর্তি কার্যক্রমের ব্যাপারে জানাতে গিয়ে জামিআ ইকরা বাংলাদেশের রাঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ (দা.বা.) বলেন, আমাদের জামিয়ায় শূন্য কিছু আসনে ভর্তি হতে পারবে নতুন কিছু শিক্ষার্থীরা। ইনশাআল্লাহ এ বছরও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমসহ দেশ বরেণ্য আলেমগণ হাদীসের দারস প্রদান করবেন। ইনশাআল্লাহ প্রতি বছরের মতো এ বছরও দারুল উলূম দেওবন্দের হাদীস বিভাগের প্রধান মুফতী আবদুল্লাহ মারুফীও হাদীস ও ইফতার দারস নেবেন।
জামিয়ার অফিসে এসে ভর্তিচ্ছুক যে কোনো শিক্ষার্থী মাষ্টার জুবায়ের সাহেবের কাছ থেকে ফরম সংগ্রহ করবেন। ফরমের মূল্য ১০০ টাকা পরিশোধ করতে হবে। নতুন ছাত্র হলে রইসুল জামিআ মাওলানা আরীফ উদ্দীন মারুফের কাছে যেতে হবে। তিনি পরীক্ষক নির্ধারণ করে দেবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে [জালালাইন থেকে তাকমিল ৫৫ এবং প্রথম বর্ষ থেকে শরহে বেকায়া পর্যন্ত ৬৫ নম্বর] আবার রইসুল জামিআর কক্ষে যেতে হবে। তাঁর মঞ্জুরী স্বাক্ষর নিয়ে প্রতিষ্ঠানের দপ্তরে গিয়ে মুফতী শফিকুল ইসলামের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পাদন করতে হবে।
ফরম : ১০০/-
সেশন ফি : ৩৫০০/-
লাইব্রেরী ফি : ২০০/-
ছাত্র কল্যাণ ফি : ২০০/-
মাসিক খাবার বাবদ ফি : ৩০০০/-
বোর্ড চাঁদা : ২০/-
এদিকে আগ্রহী ছাত্ররা ইকরা তাহফিজুল কুরআনের হিফজ বিভাগেও ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন ইকরা বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুন।
মুঠোফোন : ০১৭১৫-৮১০৬৫৩