২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩০শে শাবান, ১৪৪৪ হিজরি

জামিয়া রশীদিয়ার মুহতামিম মুফতি শহীদুল্লাহ হাসপাতালে ভর্তি, দোয়ার আবেদন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফেনীর ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রশীদিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শহীদুল্লাহ শারীরিক পীড়ায় ভুগছেন। দেশবাসীর কাছে তাঁর সার্বিক সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

আজ শনিবার (১১ মার্চ) জামেয়া রশীদিয়ার সিনিয়র উস্তায মুফতি মোল্লা মাহমুদ জানান, আল্লামা মুফতি শহীদুল্লাহ গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন।

গতকাল শুক্রবার (১০ মার্চ) হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্টে তার নিউমোনিয়া ধরা পড়ে। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফেনী মেডিনোভা হাসপালে চিকিৎসাধীন রয়েছেন।

মোল্লা মাহমুদ আরও জানান, বর্তমানে তাঁর অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন কিছুটা সুস্থ বোধ করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com