জিকির | মাহবুব কবির

জিকির | মাহবুব কবির

  • মাহবুব কবির

জিকির 

ঘরবন্দী এই চৌদ্দ দিনের চিলায়
কত সুরে ডাকতেছি মা…মা…
সাড়া নাই, তবু করি বেদম জিকির
ফকিরি কায়দা, মনে আনে শান্তি-আশা;
আসবা আকাশ থেকে তুমি,
আলোর শক্তির মতো।

এসে তুমি দরজার ফাঁক দিয়ে রেখে যাবা
ভাত;
বিরই চালের ভাপ-ওঠা লাল ভাত,
সাথে ভর্তা উগল মাছের,শোল-গজারের কুটি বিরান,
ধুনি ধুনি চান্দা-চিংড়ি-বাতাসির
পোড়া পোড়া সালুন।

যদি তুমি আসতা আকাশ থেকে নেমে,
করোনায় স্বাদ-গন্ধহীন এই কাল
সুবাসে উঠত ভরে তোমার সালুনে।
আর আমি দ্রুত জেতা হয়ে উঠতাম,
দ্রুত জেতা হয়ে উঠতাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *