জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিল : মেয়র তাপস

জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিল : মেয়র তাপস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘গো এহেড’ কমান্ডের মাধ্যমে জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করতে নির্দেশ দিয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে মেয়র তাপস এই মন্তব্য করেন।

এসময় শেখ তাপস বলেন, ‘জিয়াউর রহমান সরাসরি নির্দেশ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করতে। জিয়াউর রহমান খুনি, তিনি খুনের সাথে জড়িত। এখন অনেকেই বড় বড় কথা বলেন। তারা বলেন, জিয়াউর রহমানকে খুনি বলা যাবে না। জ্ঞান পাপীরা আমাদেরকে জ্ঞান দেয়। কিন্তু আমরা যারা স্বজন হারিয়েছি, আমাদেরকে জ্ঞান দেবেন না। আপনারা যদি এই ত্যাগ করতে পারতেন, এই কষ্ট সহ্য করতে পারতেন, তাহলে আপনাদের জ্ঞান নিতে আমরা প্রস্তুত ছিলাম। কিন্তু আপনারা সেই খুনিদের পৃষ্টপোষকতা করেছেন, সঙ্গ দিয়েছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, জিয়া মুক্তিযোদ্ধার আবরণে মূলত পাকিস্থানের এজেন্ট ছিল, তা প্রমাণিত। একজন মুক্তিযোদ্ধা কখনো রাজাকার, আলবদরদের নিয়ে সরকার গঠন করতে পারে না, তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।

বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হেসেন, কৃষি বিষয়ক সম্পাদক আবদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *