পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভেস্তে যাওয়া কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান এসেছে জি-২০ সম্মেলন থেকে। আজ শনিবার থেকে ভারতে শুরু হওয়া সম্মেলনে ইউক্রেন-রাশিয়ার মধ্যকার চুক্তিটি বাস্তবায়নের তাগিদ দেন নেতারা।
ইউক্রেন ও রাশিয়া থেকে শস্য, খাদ্য ও সার নিরবচ্ছিন্নভাবে সরবরাহ নিশ্চিতে চুক্তিটি কার্যকর এবং বাস্তবায়নের আহ্বান জানান জি-২০ নেতারা।
ইউক্রেনের শস্য রফতানি ও বিশ্বের খাদ্য সংকট লাঘব করতে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ২০২১ সালে চুক্তিটি স্বাক্ষর হয়। চলতি বছর জুলাইয়ে চুক্তিটি পুনরায় নবায়ন করতে অস্বীকৃতি জানিয়ে মস্কো নিজেদের নাম প্রত্যাহার করে।
ক্রেমলিনের অভিযোগ, রাশিয়ার খাদ্য রফতানিতে বাধা দিচ্ছে পশ্চিমারা। পাশাপাশি চুক্তির শর্ত মানা হচ্ছে না। একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে মস্কোর বিরুদ্ধে।
রাশিয়া এই গুরুত্বপূর্ণ চুক্তি থেকে বেরিয়ে আসায় বিশ্ব বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ছে। বিশেষ করে আফ্রিকা অঞ্চলে প্রভাব পড়ছে বেশি। তবে চুক্তিতে মস্কোয়ে ফিরিয়ে আনতে জাতিসংঘ ও তুরস্ক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি