২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

জুনে পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছরের জুনে পদ্মা সেতু দিয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে মন্ত্রী এ ঘোষণা দেন।

তিনি বলেন, “ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত এ বছরের জুনে রেল চলাচল শুরু হবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজটি এখন বড় চ্যালেঞ্জ।”

নূরুল ইসলাম বলেন, “পদ্মা সেতু প্রকল্পে রেললাইন স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বর্তমানে কাজের সার্বিক অগ্রগতি ৭৩%।”

মন্ত্রী বলেন, “কাজ দিনরাত চলমান আছে। যেহেতু এখন শীতকাল- এটা কাজের মৌসুম, কাজের ধারাবাহিকতায় অগ্রগতি সন্তোষজনক। ঢাকা-মাওয়া, মাওয়া-ভাঙ্গা ও ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত এই লাইন সংযুক্ত হচ্ছে। পুরো কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মানুষ পদ্মা সেতুর মতো পদ্মা রেল সংযোগের সুফল ভোগ করতে পারবে।”

এ সময় পদ্মা সেতু প্রকল্পের রেললাইন স্থাপনের কাজে নিয়োজিত প্রকৌশলীরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com