পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত জুলাই মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৫১১টি। এতে ৫৭৩ জন নিহত এবং এক হাজার ২৫৬ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে নারী ৯৪, শিশু ৭৬ জন।
জুলাইয়ে ১৮৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ১৮৩ জন, যা মোট নিহতের ৩১ দশমিক ৯৩ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬ দশমিক ৭৯ শতাংশ। দুর্ঘটনায় ১৪৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৭ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭৮ জন, অর্থাৎ ১৩ দশমিক ৬১ শতাংশ।
সোমবার (৭ আগস্ট) রোড সেফটি ফাউন্ডেশনের গেলো মাসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ৯টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এটি তৈরি করা হয়।
জুলাই মাসে ১৪টি নৌ-দুর্ঘটনায় ১৬ জন নিহত, ২৩ জন আহত এবং ১১ জন নিখোঁজ রয়েছেন। ৩৩টি রেলপথ দুর্ঘটনায় ৩২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। একই সঙ্গে ১০টি ছাগলের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের চিত্র
দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়– মোটরসাইকেল চালক ও আরোহী ১৮৩ জন (৩১ দশমিক ৯৩ শতাংশ), বাস যাত্রী ৪৯ জন (৮ দশমিক ৫৫ শতাংশ), ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি আরোহী ৩৬ জন (৬ দশমিক ২৮ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স-জিপ আরোহী ২৩ জন (৪ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-ম্যাক্সি-লেগুনা) ১০৩ জন (১৭ দশমিক ৯৭ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-লাটাহাম্বা) ২২ জন (৩ দশমিক ৮৩ শতাংশ) এবং বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান আরোহী ১১ জন (১ দশমিক ৯১ শতাংশ) নিহত হয়েছে।
দুর্ঘটনা সংঘটিত সড়কের ধরন
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ২০৮টি (৪০ দশমিক ৭০ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৯৬টি (৩৮ দশমিক ৩৫ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬১টি (১১ দশমিক ৯৩ শতাংশ) গ্রামীণ সড়কে, ৪২টি (৮ দশমিক ২১ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৪টি (শূন্য দশমিক ৭৮ শতাংশ) সংঘটিত হয়েছে।
দুর্ঘটনার ধরন
দুর্ঘটনাগুলোর ৯৮টি (১৯ দশমিক ১৭ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ২১৭টি (৪২ দশমিক ৪৬ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৪টি (২৮ দশমিক ১৮ শতাংশ) পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৩৩টি (৬ দশমিক ৪৫ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ১৯টি (৩ দশমিক ৭১ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনগুলো
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রাক্টর-ট্রলি-লরি-ড্রামট্রাক-ফায়ার ব্রিগেড গাড়ি-লং ভেহিক্যাল-রোলার মেশিন গাড়ি ২৭ দশমিক ১৭ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-পাজেরো-জিপ ৪ দশমিক ৭৩ শতাংশ, যাত্রীবাহী বাস ১৯ দশমিক ৬১ শতাংশ, মোটরসাইকেল ২২ দশমিক ২০ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-টেম্পু-ম্যাক্সি-মিশুক) ১৮ দশমিক ১৫ শতাংশ, স্থানীয়ভাবে তৈরি যানবাহন (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-লাটাহাম্বা) ৩ দশমিক ৭২ শতাংশ, বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান ২ দশমিক ৩৬ শতাংশ এবং অজ্ঞাত গাড়ি ২ দশমিক ২ শতাশং।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৮৮৭টি। (বাস ১৭৪, ট্রাক ১৩৬, কাভার্ডভ্যান ৩১, পিকআপ ৩৮, ট্রাক্টর ১৪, ট্রলি ৯, লরি তিন, ড্রাম ট্রাক তিন, তেলবাহী ভাউচার এক, লং ভেহিক্যাল এক, রোলার মেশিন গাড়ি এক, ফায়ার ব্রিগেডের গাড়ি দুই, নির্মাণ সামগ্রীর ট্রাক এক, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক এক, মাইক্রোবাস ১৯, প্রাইভেটকার ১৬, অ্যাম্বুলেন্স দুই, জিপ তিন, পাজেরো দুই, মোটরসাইকেল ১৯৭, থ্রি-হুইলার ১৬১ (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা-টেম্পু-ম্যাক্সি-মিশুক), স্থানীয়ভাবে তৈরি যানবাহন ৩৩ (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র-লাটাহাম্বা), বাইসাইকেল-প্যাডেল রিকশা-রিকশাভ্যান ২১ এবং অজ্ঞাত গাড়ি ১৮টি।
দুর্ঘটনার সময় বিশ্লেষণ
সময় বিশ্লেষণে দেখা যায়, দুর্ঘটনাগুলো ঘটেছে ভোরে ৩ দশমিক ৭১ শতাংশ, সকালে ২৪ দশমিক ২৬ শতাংশ, দুপুরে ২৬ দশমিক ২ শতাংশ, বিকালে ১৯ দশমিক ৩৭ শতাংশ, সন্ধ্যায় ৬ দশমিক ৬৫ শতাংশ এবং রাতে ১৯ দশমিক ৯৬ শতাংশ।
বিভাগভিত্তিক পরিসংখ্যান
দুর্ঘটনার বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনা ৩৪ দশমিক ৫ শতাংশ, প্রাণহানি ২৯ দশমিক ৬৬ শতাংশ, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৪ দশমিক ৪৮ শতাংশ, প্রাণহানি ১৩ দশমিক ৭৮ শতাংশ, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ১৫ দশমিক ২৬ শতাংশ, প্রাণহানি ১৪ দশমিক ৬৫ শতাংশ, খুলনা বিভাগে দুর্ঘটনা ৮ দশমিক ৮০ শতাংশ, প্রাণহানি ৯ দশমিক ৯৪ শতাংশ, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ৮৯ শতাংশ, প্রাণহানি ৭ দশমিক ৫০ শতাংশ, সিলেট বিভাগে দুর্ঘটনা ৩ দশমিক ৯১ শতাংশ, প্রাণহানি ৫ দশমিক ৪১ শতাংশ, রংপুর বিভাগে দুর্ঘটনা ১২ দশমিক ১৩ শতাংশ, প্রাণহানি ১২ দশমিক ৫৬ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৬ দশমিক ৪৫ শতাংশ, প্রাণহানি ৬ দশমিক ৪৫ শতাংশ ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৭৪টি দুর্ঘটনায় ১৭০ জন নিহত। সিলেট বিভাগে সবচেয়ে কম ২০টি দুর্ঘটনায় ৩১ জনের প্রাণহানি ঘটেছে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় সবচেয়ে বেশি ৪২টি দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছে। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে শরীয়তপুর ও বান্দরবান জেলায়। এই দুইটি জেলায় পাঁচটি দুর্ঘটনা ঘটলেও কোনও প্রাণহানি ঘটেনি।
রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।