জেনে নিন শনিবার কখন, কোথায় লোডশেডিং

জেনে নিন শনিবার কখন, কোথায় লোডশেডিং

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ শনিবার, ২০ আগস্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ। বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী আজও বিভিন্ন এলাকায় লোডশেডিং-এর ঘটনা ঘটবে।

নির্দেশ মোতাবেক শনিবার (২০ আগস্ট) বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়, যা চলবে রাত ১০টা পর্যন্ত।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকে গিয়ে এ তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

এদিন কোন এলাকায় লোডশেডিং হবে, এর সূচি দিয়েছে ডিপিডিসি, ডেসকো, নেসকো এবং ওজোপাডিকো।

নিচের লিংকে ক্লিক করে চলুন দেখে নেয়া যাক শনিবার কখন কোথায় লোডশেডিং হবে।

ডেসকোর লোডশেডিংয়ের তালিকা

ডিপিডিসির লোডশেডিংয়ের তালিকা

ওজোপাডিকোর লোডশেডিংয়ের তালিকা

নেসকো লোডশেডেংয়ের তালিকা

দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে ১৯ জুলাই থেকে চলছে শিডিউল করে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *