জেলবন্দীদের মুক্ত করবে জমিয়তে উলামা হিন্দ

জেলবন্দীদের মুক্ত করবে জমিয়তে উলামা হিন্দ

পাথেয় রিপোর্ট : পবিত্র রমজানের দিনে জমিয়তে উলামায়ে হিন্দের আর্থিক সহযোগিতায় দুইজন জেলবন্দী বৃহস্পতিবার মুক্তি পেয়েছে। এই দুইজন জেলবন্দী তাদের জেলে থাকার পরিপূর্ণ মেয়াদ অতিক্রম করার পরেও অতিরিক্ত আর্থিক জরিমানা প্রদান করতে পারছে না বলে জেলবন্দী হয়ে সময় পার করছিল। জমিয়তে উলামায়ে হিন্দ তাদের আর্থিক জরিমানা প্রদান করে কারাগার থেকে মুক্ত করে আনে।

ভারতের দিল্লীর জমিয়তে উলামা হিন্দে সেক্রেটারী জেনারেল মাহমুদ মাদানীর মিডিয়া উইন মুবাশ্বির আহমদ এ তথ্য জানান।

জেল পরিচালক জেনারেল অজয় কাশীবের কাছে মাওলানা মাহমুদ মাদানী চিঠি লিখেন, ধর্মীয় ভেদাভেদ ছাড়া এই সব জেলবন্দীদের যেন একটি তালিকা তৈরি করা হয়। ইনশাআল্লাহ জমিয়তে উলামায়ে হিন্দ এই সমস্ত জেলবন্দীদের মুক্তি প্রদানে যতা সম্ভব চেষ্টা করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *