- জয়তু ফিলিস্তিন
যেদিন খুলে যাবে আকসার দুয়ার—
সেদিন হবে পৃথিবীতে ঈদ আমার।
মুক্তিকামী মানুষের ডাক—
ফিলিস্তিন মুক্তি পাক।
দেখো বিশ্বের মানুষ দেখো ইসরাইল ফ্যাসিস্ট—
ফিলিস্তিনির রক্তে লিখে নিচ্ছে জায়োনিস্ট।
দাও ফিলিস্তিন ইহুদিদের তুমুল ইন্তেফাদা—
মুসলিম হও এক ডাকে আকসা হাইদা হাইদা।
পুনরুত্থিত কর তোমরা আমাদের জেরুসালেম,
এসো সালাহউদ্দিনের মতো কোনো আলেম।
রক্ত দেব জীবন দেব যেমন দিল ফাদি—
রক্তনদী পেরিয়ে মৃত্যু চাই শহীদি।
যারা ভাঙে আকসা যারা ভাঙে দিল—
বলি ফিলিস্তিন গিলে নিবে ইসরাইল।
বিপন্ন শিশুর অভিযোগ আল্লাহকে বলে দেব—
করোনা জীবাণু মুখে বলে সবই কেড়ে নেব।
তোমাদের আছে ট্যাঙ্ক আছে মিসাইল—
আমাদের আছে সাহসী সিংহের দিল।
দম্ভ তোমাদের ভেঙে দিই পাথর ঢিলে—
শিশুর ধমকে তোমাদের চমকে যায় পিলে।
বেশি দূরে নয়তো মাহদির আগমন—
ফিলিস্তিন হবে মুমিনেরই আবাসন।
এদিকে বাজে দেখো আজ লড়াইয়ের রণবীণ—
জয়তু ফিলিস্তিন জয়তু ফিলিস্তিন।
বুঝে গেছে আজ মুসলিম ইহুদির খেল—
ভেঙে দেবে গুয়োন্তানামোর টর্চার শেল।
মুমিনের বুকে আজ শুধু আকসা—
ভেঙে দেবে ইহুদির নীল নকশা।
বিবেকের তালা খুলে গেছে মানুষের—
কৌশল ভুলে গেছে ইহুদিরা মাবুদের।
একই ধ্বনি বাজে ফ্রি প্যালেইস্টাইন—
ভাঙো আজ জায়নের কালো আইন।
হামাসের নেই এত বোমারু বিমান—
আছে তাদের পাথর হাতে শক্ত ঈমান।
জীবনের ভয় নেই যে শিশুর—
ইহুদির ঘাড় ভাঙে নীচু পশুর।
শোনো আবরাহা টিকেনি হাতির জোরে—
তোমরাও টিকবে না ফিলিস্তিন পোড়ে।
শোনো আকসা আমাদের প্রথম কিবলা—
রক্তনদী পেরিয়ে আনে বৃষ্টি শিলা।
আকসার গতিপথ হবে নাতো রুদ্ধ—
ইহুদি জঙ্গি করে মানুষ মেরে যুদ্ধ।
হৃদয়ে তোমাদের দিলাম ঠাঁই—
তোমরা বললে আমাদের জায়গা নাই!
- হতাম যদি পাথর শিশু
কবিদেরও শক্তি আছে। তবে এতটুকু শক্তি নেই
এখন—সময় নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াবার। কবির চাই কবিতা। ফিলিস্তিনের চাই কুদুস বাঁচাতে বোমারু বিমান। কবিরা কী পারবে বোমারু বিমানে কবিতার রূপ দিতে! হৃদয়ের আফসোস।
আমি কবি হয়ে আফসোসে মরি। তবু পারিনি
হতে বাঙালির কোনো মহানায়ক কিবা কোনো সামরিক সেনা সন্তান। আমার আফসোস মরে যেত যদি হতাম ফিলিস্তিনের পাথর শিশু— কিবা এক টুকরো ফিলিস্তিনের পাথর কণা…
কবি পরিচিতি
হাসান মাহমুদ। জন্ম: ১ নভেম্বর ১৯৯৫, মৌলভীবাজার । পেশা: সাংবাদিকতা (নির্বাহী সম্পাদক, দৈনিক সংলাপ বার্তা)। সম্পাদনা: সাহিত্য সাময়িকী ছন্দপাতা। প্রকাশিত কবিতাগ্রন্থ: সোনালি দিন ২০১৯ (ছন্দপাতা), দিয়া ২০২০ (ছন্দপাতা)। মেইল: kabbopatha@gmail.com
আরও পড়ুন: মন কাঁদে শুক্রবারে | হাসান মাহমুদ