২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

জয়পুরহাটে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের কৃষক মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রায়কালী খাঁ পাড়া গ্রামের আকরাম সাখিদার, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এ মামলায় পাঁচজন অভিযুক্ত হলেও বিচার চলাকালীন সময়ে হাবেজ উদ্দীন নামের এক আসামি মারা যান।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ২০০৭ সালের ১৭ অক্টোবর সকাল সোয়া ১০টার দিকে আসামিদের অতর্কিত হামলায় কৃষক মোয়াজ্জেমসহ ওই গ্রামের কয়েকজন আহত হন। পরে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন।

মামলায় ওই বছরের ৩০ নভেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট নন্দকিশোর আগরওয়ালা।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com